করোনাভাইরাস: ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা মনিটরিং করছেন সিলেটের এসপি

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

করোনাভাইরাস: ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা মনিটরিং করছেন সিলেটের এসপি

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: আধুনিক পুলিশিং সেবায় আরো এক ধাপ এগিয়ে সিলেট জেলা পুলিশ। করোনা ভাইরাস (কোভিট -১৯) প্রতিরোধে সিলেট জেলা পুলিশের সার্বিক কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনিটরিং করছেন সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

তিনি এ ভিডিও কনফারেন্সের মাধ্যমেল সকল থানার অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসার গনের নিকট হইতে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জনগনকে সর্বোচ্ছ সেবা প্রদানের পাশাপাশি পুলিশের নিজস্ব সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেন। ইতোমধ্যে তিনি পুলিশের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রতিটি থানায় প্রেরণ করেছেন এবং আরো সামগ্রী প্রেরনের জন্য প্রক্রিয়াধীন আছে মর্মে সকলকে আশ্বস্ত করেন।সকল অফিসার পর্যায়ক্রমে তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। অত্যন্ত মনোযোগের সহিত পুলিশ সুপার সকলের বক্তব্য শ্রবন করেন এবং তাৎক্ষনিক প্রতিটি বিষয়ের সমাধান দেন।

Manual7 Ad Code

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, পুলিশ সুপার মহোদয় স্যারের এমন উদ্যোগের ফলে জেলা পুলিশের প্রতিটি ইউনিট ইনচার্জগন খুবই উজ্জীবিত। তথ্য আদানপ্রদান মাধ্যম সহজ হয়েছে। এমনকি স্যারের দিকনির্দেশনা ও সুযোগ্য নেতৃত্বে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সিলেট জেলা পুলিশ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..