সিলেটে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ আরও তিনজন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

সিলেটে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ আরও তিনজন করোনা আক্রান্ত

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক চিকিৎসক ও এক হাসপাতালকর্মী। বুধবার (২২ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে যে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ে তাদের মধ্যে রয়েছেন সিলেটের এই তিনজন।

Manual4 Ad Code

শিক্ষানবিস (ইন্টার্ন) ওই চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। আর আক্রান্ত স্বাস্থ্যকর্মী হাসপাতালকর্মী শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং নার্স লাখাই উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত।

Manual4 Ad Code

ওসমানী মেডিকেল কলেজের ল্যাব সংশ্লিষ্ট একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্রটি জানায়, বুধবার আক্রান্ত হওয়া শিক্ষানবিস চিকিৎসক সম্প্রতি গাজীপুর থেকে সিলেট ফেরেন। করোনার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর থেকে ফেরার কারণে তিনি হাসপাতালে কাজে যোগ দেওয়ার আগে বুধবার নমুনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে সিলেটের দু’জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন।

এর আগে বুধবার (২২ এপ্রিল) সিলেটের চার জেলায় নতুন করে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের ৪ জন রয়েছেন।

Manual1 Ad Code

এদিকে বুধবারের ১৩ জন মিলে সিলেট বিভাগে এপর্যন্ত ৩৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ মধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৬ জন। তবে সিলেট জেলার প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন ১৫ এপ্রিল মারা গেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..