আখালিয়া এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

আখালিয়া এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে

Manual2 Ad Code

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থে মানবিক দিক বিবেচনা করে কাজ করতে হবে। ব্যবসায়ীরাও মানুষের কল্যাণে সেবার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে- সৎ ব্যবসা কল্যাণ বয়ে আনে। ওই এলাকায় ব্যবসায়ীদের কল্যাণে সিসিক কর্তৃপক্ষ কাজ করে যাবে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে ও জলাশয় বন্ধ করতে ড্রেইন নির্মাণ করা হবে। আখালীয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নব- নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Manual2 Ad Code

বুধবার রাতে নগরীর আখালিয়া নবাবী মসজিদ সংলগ্ন কুনু মিয়া সুপার মার্কেটে আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নব- নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মখলিছুর রাহমান কামরান -এর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব খান এবং মোহাম্মদ শাকিল আহমদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জজ কোর্টের পি.পি মোহাম্মদ নিজাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, মোল¬ারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মখন মিয়া, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রী জগদিশ চন্দ্র দাস, এলাকার বিশিষ্ট মুরব্বি ও উপদেষ্ঠা মোহাম্মদ শওকত আলী, আখালীয়া নবাবী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ হেলাল আহমদ, সিলেট জজ কোর্টের সাবেক পি.পি আলহাজ্ব আকতার বকস জাহাঙ্গীর, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বড়বাড়ী জামে মসজিদের মোতাওল¬ী হাজী মোহাম্মদ সুলতান মিয়া (বাদশা), সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক, মাউন্ড এডোরা হাসপাতালের এম.ডি ডা. আক্তারুজ্জামান, এলাকার বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ মকবুল হোসেন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন (আমির), আখালীয়া নতুন বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়।

এসময় নব-নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখালীয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নব- নির্বাচিত কমিটির সভাপতি তৈমুর রাজা, সহ-সভাপতি মোহাম্মদ উস্তার মিয়া, সহ- সভাপতি মোহাম্মদ হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সহ- সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামিম হোসেন, সহ সাংগঠনিক মোহাম্মদ বশির মিয়া, প্রচার সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ শইকত, সদস্য মোহাম্মদ আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা জাকারিয়া আহমদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..