সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে (১৫) পিস ইয়াবা ট্যাবলেটসহ রনি আহমদ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত রনি আহমদ রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর গ্রামের নূর ইসলামের ছেলে। বর্তমানে সে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ১ নং রোডের বিল্লাল মিয়ার রিক্সার গ্যারেজে বসবাস করত।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধা ৬ টা ৩০ মিনিটের সময় এসআই/ মোঃ আবু রায়হান নূর, এসআই/ সৌমেন দাস, এএসআই/ আব্দুস সামাদ, এএসআই/ মুহিবুর রহমান এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা জানান, আটককৃত মাদক ব্যবসাায়িকে আসামী করে এসআই/ মোঃ আবু রায়হান নূর কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd