সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ওমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্হানীয় সময় সোমবার বিকাল ৫টায় মদিনা থেকে ৭০ কি.মি দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্রগ্রাম চাকতাই ৩৫নং বকশিরহাটের সৌদি প্রবাসী রায়হান, তার স্ত্রী নিশা ও রায়হানের ভাই সৌদি প্রবাসী মিজানুর রহমানের মেয়ে (১১)।
আহতরা হলেন- ইকবাল ও রায়হানের ছেলে তাজরিয়ান। আহত ইকবাল মদিনার ব্যবসায়ী। জানা যায়, সোমবার বিকাল ৫টায় ওমরাহ পালন শেষে মদিনা থেকে ৭০ কি.মি দূরে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশির মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন। তাদের মদিনা আল’দার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরুভূমির বালুঝড়ের কারণে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd