সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
সিলেট :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মো. ইউনুছুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, উপ পরিচালকের সহধর্মিনী মধুচন্দা লস্কর, আর এস ইএনটি ডা. নুরুল ইসলাম, ইএমও কো-অর্ডিনেটর ডা. খোকন আহমদ, সেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, বিএনএ সভাপতি শামিমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, অরবিন্দ চন্দ্র দাস, সুলেমান আহমদ, ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাইফুল মালেক খান, মো. রুহুল আমিন, রওশন হাবিব, মো. আবুল কাশেম, ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জব্বারসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে সভাপতি শামিমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd