সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ও থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়ের নেতৃত্বে গোয়াইনঘাটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, এসআই আব্দুল আহাদ, এসআই আব্দুল মান্নান, এএসআই সুফিয়ান সঙ্গীয় ফোর্সদের নিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৯জনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া হাওর গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র সুনু মিয়া(৪৬), এনু মিয়া(৪৪), নানু মিয়া(৪১), মুহিব মিয়া(৪০), পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের তুফাজ্জল হোসেনের পুত্র মঈন উদ্দিন (৩৮), লামা ইসতি গ্রামের নুর উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম(৪৫), নুর উদ্দিনের পুত্র আবুল হোসেন (২৪),শামিম আহমদ (৪১), একরাম আলীর পুত্র নুর উদ্দিন(৫০)।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, নানা অপরাধের কারণে গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন থেকে এলাকা এবং এলাকার বাহিরে পলাতক রয়েছিল। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে। যে কোন অপরাধী ও অপরাধে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশ স্বার্বক্ষনি তৎপর রয়েছে। যাহার পরিপ্রেক্ষিত পুলিশ ৯জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হাজত থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd