‘শাকিবের চেহারা সুন্দর, তবে হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন’

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

‘শাকিবের চেহারা সুন্দর, তবে হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন’

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : শাকিব খানের চেহারা অনেক সুন্দর, তবে হিরো আলমের চেয়ে তিনি জনপ্রিয় নন বলে মন্তব্য করেছেন পরিচালক এ আর মুকুল নেত্রবাদী। হিরো আলমকে নিয়ে নির্মিত ছবি ‘সাহসী হিরো আলম’ সিনেমার পোস্টার মুক্তির পর তিনি এমন মন্তব্য করেন। তিনি দাবি করেন, শাকিব খান অনেক স্মার্ট, অভিনয় ভালো করেন। তারপরও তিনি হিরো আলমের মতো জনপ্রিয় নন।

Manual2 Ad Code

‘সাহসী হিরো আলম’ সিনেমাটি আগামী ২৭ মার্চ মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন এ আর মুকুল নেত্রবাদী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উঠে আসা হিরো আলম। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন তিন নায়িকা সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নবাগত নুসরাত জাহান।

Manual2 Ad Code

ছবিটি মুক্তি উপলক্ষে এরই মধ্যে পোস্টার প্রকাশ হয়েছে। পোস্টারে দেখা গেছে, উদোম গায়ে অজগর সাপ পেঁচিয়ে রয়েছে হিরো আলমকে। তার উপরে তিন নায়িকার সঙ্গে অন্তরঙ্গভাবে তিনি। একপ্রান্তে হেলিকাপ্টারে ঝুলে আছেন ছবির নায়ক।

ছবির পোস্টার প্রকাশ হওয়ার পরই অন্তর্জালে হাসির খোড়াক হয়েছেন হিরো আলাম। চলছে নানা সমালোচনা। অনেকে ছবির মান নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্জালে। ছবির পোস্টার দেখে সিনেমার পরিচালকের কাছে জানতে চাওয়া হয়, মানহীন পোস্টার তাহলে কী এই ছবিটি বস্তাপচা হচ্ছে?

Manual2 Ad Code

পরিচালক বলেন, ‘ছবিটি মানহীন হবে কেন? সেন্সরবোর্ড থেকে ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে। যারা সেন্সর বোর্ডে ছবিটি দেখেছেন তারা তো মূর্খ নন। সবাই সিনেমাটি দেখে শুনেই সেন্সর সনদ দিয়েছেন। হিরো আলম জনপ্রিয় তার সিনেমা খারাপ হবে না বলেও তিনি জানান।

Manual6 Ad Code

শাকিবের প্রসঙ্গে এই পরিচালক বলেন, শাকিব খান সিনেমাপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়। কিন্তু হিরো আলম সব শ্রেণীর মানুষের মাঝে জনপ্রিয়। শাকিব চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্র প্রেমীদের মন জয় করেছেন। আর হিরো আলম তৃণমূল থেকে উঠে এসে সব শ্রেণীর মানুষের নিকট জনপ্রিয়তা পেয়েছেন। তাই হিরো আলমকে এগিয়ে রাখছি।

আগামী ২৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে হিরো আলমের এই ছবিটি। এখন দেখার বিষয় দর্শক কতটা গ্রহণ করে তার এই ছবিটি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..