সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের আশেপাশে সাংবাদিকদের অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।
শনিবার দুপুরে আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, উহান ফেরত ৩১২ বাংলাদেশির কোয়ারেন্টাইনের ১৪ দিন শেষ হচ্ছে আজ। বিকেলে তাদের স্বাস্থ্য স্ক্রিনিং শেষে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে।
তিনি বলেন, কোয়ারেন্টাইন সমাপ্তি কার্যক্রম প্রত্যক্ষ করার জন্য সাংবাদিকরা আগ্রহ প্রকাশ করছেন। আমরা বিষয়টিতে স্বাগত জানাই। কিন্তু তাদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখা আমাদের উভয়ের পেশাগত নৈতিক দায়িত্ব। তাই এ কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়নি।
তিনি আরো বলেন, আমরা আশা করি সাংবাদিক বন্ধুরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন। আশকোনা অস্থায়ী কোয়ারেন্টাইন কেন্দ্রে ও এর চারপাশে অবস্থান করবেন না। এ স্পর্শকাতর জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিক ও সংশ্লিষ্ট মহলকে সংবেদনশীলতার সাথে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। সংবাদ বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর উহান থেকে আগতদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd