সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ছেলে মেয়ে দুজনই কর্মব্যস্ত। অফিসে কাজের প্রচুর চাপের কারণে ছুটি নেওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় ব্যস্ততার কারণে কোনো উপায় না পেয়ে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে বিয়ের জন্য বেছে নিয়েছেন ভারতের এক প্রেমিক যুগল। তাও আবার প্রেমিকের অফিসেই হলো বিয়ের আনুষ্ঠানিকতা।
সেই প্রেমিক যুগলের নাম তুষার সিংলা ও নভজ্যোৎ সানা। তাদের মধ্যে একজন আইএএস অফিসার ও অপরজন আইপিএস অফিসার।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের পাটনার এএসপি নভজ্যোৎ সানার সঙ্গে পরিচয় হয় আইএএস অফিসার তুষার সিংলার। পরিচয় থেকে ধীরে ধীরে প্রেম শুরু হয়। অবশেষে ভালোবাসা দিবসে দুটি প্রাণ এক হল।
কাজের ব্যস্ততার কারণে কোনো উপায় না পেয়ে শুক্রবার বিয়ের ভেন্যু হিসেবে অফিসকেই বেছে নিলেন উলুবেড়িয়ার জেলা প্রশাসক তুষার সিংলা। অফিসে বসেই প্রেমিকা নভজ্যোতের সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রি করলেন প্রেমিক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd