সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ময়মনসিংহের ফুলপুরে একই রকম দেখতে দুই যমজ বোনের সঙ্গে দুই যমজ ভাইয়ের বিয়ের পর বৌভাত অনুষ্ঠান নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার বালিয়া ইউনিয়নের শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমান ওহাবের যমজ মেয়ে তৃণা আর তৃষার সঙ্গে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী গ্রামের রেজাউল করিম হাদী সরকারের যমজ ছেলে লিমন সরকার ও রিপন সরকারের বিয়ে হয়। শনিবার তাদের বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উভয় পরিবার জানায়, তাদের ইচ্ছে ছিল একসঙ্গে একদিনে একই অনুষ্ঠানের মাধ্যমে গাঁয়ে হলুদ, বিয়ে আর বৌভাত অনুষ্ঠান করার। তবে এমনটা পাওয়া দুষ্কর ছিল। এক সময় তারা পেয়েও গেলেন।

শুক্রবার ৪ লাখ টাকা দেনমোহরের মাধ্যমে তাদের বিয়ে হয়। পরে শনিবার বিশাল আয়োজনের মাধ্যমে বৌভাত অনুষ্ঠান করেন।
একসঙ্গে বিয়ে দিতে পেরে উভয় পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছে। এলাকাবাসীও এ বিয়েতে আনন্দিত। অনেকেই পাত্র-পাত্রীদের দেখতে হাদী সরকারের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd