প্রবাসীদের বাড়ী দখল করলে ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা: সিলেটের পুলিশ সুপার

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

প্রবাসীদের বাড়ী দখল করলে ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা: সিলেটের পুলিশ সুপার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, আজ থেকে সিলেট জেলার প্রবাসীদের বাড়ী কিংবা জায়গা দখলের সংবাদ পাওয়া গেলে ১০ মিনিটের মধ্যে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ প্রবাসীদের প্রতি আন্তরিক ও দেশে তাদের সম্পদ যাতে কেউ জোরপূর্বক দখল করতে না পারে সে ব্যাপারে সবসময় সতর্কে রয়েছে।

তিনি বুধবার বিকেলে যুক্তরাজ্যের এনআরবি’র একটি প্রতিনিধি দল তাঁর সাথে সৌজন্যে সাক্ষাতে গেলে এ সময় উপরোক্ত মন্তব্য করেন।

Manual8 Ad Code

পুলিশ সুপার ফরিদ উদ্দিন আরো বলেন, ওসমানীনগর উপজেলায় রাতের বেলা যাতে ডাকাতি না হয় এতে ১২টি পুলিশের টিম দায়িত্ব পালন করে। সিলেটের প্রবাসীদের প্রতি দেশে বিনিয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, সিলেটে কোন কলকারখানা নেই। এখানের নিম্ন আয়ের মানুষের কাজকর্মের কোন জায়গা নেই। প্রবাসীরা সিলেটে বিনিয়োগ করলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্রয়ডনের কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, এনআরবি’র প্রতিনিধি আবুল হোসেইন, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সহসভাপতি জাহাঙ্গীর চৌধুরী, জকিগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক ফজলে চৌধুরী একলিম, সিলেট চেম্বারের সদস্য আফজল হোসেইন, জকিগঞ্জ জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

প্রবাসীরা এসময় সিলেটের আইনশৃঙ্খলা বিগত দিনের ন্যায় অনেক উন্নতি হওয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..