ঢাকায় কাউন্সিলরের লোকজনের হামলায় দুই সাংবাদিক আহত

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

ঢাকায় কাউন্সিলরের লোকজনের হামলায় দুই সাংবাদিক আহত

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিটি করপোরেশন নির্বাচনের দিন ঢাকায় বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেন দুই সাংবাদিক।

ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আইয়ুব আনছার মিন্টুর লোকজন মাছারাঙা টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলা করে। এসময় তাদের গাড়িও ভাঙচুর করা হয়।

জানা গেছে, সোমবার বিকালে সংবাদ সংগ্রহকালে রিপোর্টার হাসনায়েন তানভীর ইমন ও ক্যামেরাম্যান সাইফুল ইসলামকে একটি ক্লাবের ভেতর নিয়ে মারধর করা হয়। এতে তারা আহত হন। এসময় তাদের কাছ থেকে মেমোরিকার্ডও রেখে দেয়া হয়।

বাড্ডার বেরাইদে নবনির্বাচিত কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টু স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহর ভাগ্নে।

Manual2 Ad Code

ঘটনার কথা স্বীকার করলেও এতে তার লোকজন জড়িত নয় বলে দাবি করেছেন কাউন্সিলর আইয়ুব আনছার। তিনি বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। নির্বাচিত হওয়ায় এক জায়গায় আমাকে ফুল দিয়ে সম্মাননা জানানো হচ্ছিল। আর গাড়িতে মোবাইল ছিল। সাংবাদিকরা ফোন দিয়েছেন কিন্তু আমি দেখিনি। পরে এলাকায় পা রাখতেই এই ঘটনা শুনে সেখানে যাই। যারা হামলা করেছে তারা ছাত্রলীগের পরিচয় দিয়েছে। কিন্তু আমার নির্বাচনের সময় তো আওয়ামী লীগ, ছাত্রলীগ কেউ ছিল না। এলাকার জনগণ ছিল। তাই কারা হামলা করছে আমি জানি না।’

Manual2 Ad Code

এই হামলার দায় এড়াতে পারেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘না আমি দায় এড়াতে পারি না। আর যারাই হামলা করেছে তারা নিশ্চয়ই এই এলাকার। আমি তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। যারা এটা করেছে তারা আমার ভালো চায় না।’

নবনির্বাচিত কাউন্সিলর বলেন, ‘যেহেতু ঘটনা ঘটেছে। তাই এখন আপনারা (সাংবাদিক) সেই বিচার আমি মেনে নেব।’

Manual1 Ad Code

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিল প্রার্থীর সমর্থকরা জড়িত। তারা ক্যামেরাসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়েছিল। পরে সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে মেমরি কার্ড পাওয়া যায়নি। সেটা উদ্ধারে পুলিশ কাজ করছে।’

Manual3 Ad Code

হামলার শিকার সাংবাদিকরা কোনো অভিযোগ করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..