সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৩৫৮ জন পরীক্ষার্থী

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৩৫৮ জন পরীক্ষার্থী

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার (এসএসসি) প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩৫৮ পরীক্ষার্থী। তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪৬ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়। এই বিষয়ে পরীক্ষার্থী ছিলেন ৯২ হাজার ২২৬ জন। এদের মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ৮৬৮ জন। অর্থাৎ প্রথম দিনেই অনুপস্থিত থেকেছেন ৩৫৮ জন।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেটে ৫৮ কেন্দ্রে ৩৪ হাজার ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ১৫১ জন উপস্থিত হন। অনুপস্থিত ছিলেন ১৩৪ জন। হবিগঞ্জে ৩১ কেন্দ্রে ১৯ হাজার ১৯৮ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ১৯ হাজার ১৩৩ জন উপস্থিত হন এবং অনুপস্থিত ছিলেন ৬৫ জন। মৌলভীবাজার জেলায় ২৬ কেন্দ্রে ১৯ হাজার ১৯৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হন ১৯ হাজার ১৩০ জন। অনুপস্থিত ছিলেন ৬৩ জন। সুনামগঞ্জে ৩১ কেন্দ্রে ১৯ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৪৫৪ জন উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত থেকেছেন ৯৬ জন।

Manual4 Ad Code

পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আরও বলেন, এবার শারীরিক, শ্রবণ প্রতিবন্ধ ও অটিস্টিক ২৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আবেদন করেছেন। অবশ্য এই সংখ্যা আরও বাড়তে পারে। মানবিক কারণে তাদের আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে।

Manual3 Ad Code

এই বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৯১২টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এরমধ্যে ছাত্র ছিল ৪৯ হাজার ৯৫৩ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৪১৭ জন।

Manual7 Ad Code

অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৬৩০, মানবিকে ৮৪ হাজার ৫২৩ এবং ব্যবসা শাখায় ১০ হাজার ২১৭ জন পরীক্ষা দেওয়ার কথা ছিল।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..