সাত দিন ধরে উহানে আটকা বাংলাদেশির আকুতি

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

সাত দিন ধরে উহানে আটকা বাংলাদেশির আকুতি

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : চীনে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহান শহরে আটকে পড়া বাংলাদেশিদের দিন কাটছে চরম উৎকণ্ঠায়। দেশে ফেরার আকুতি জানিয়েছেন তারা।
উহানে চায়না ইউনিভার্সিটি অব জিও সায়েন্সেসে পিএইচডি করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইশরাত জাহান লিজা। ইশরাত বলেন, এক সপ্তাহ ঘরে বন্দী, উহানের রাস্তাঘাট একেবারে জনশূন্য।

Manual3 Ad Code

তিনি বলেন, যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে। এই আতঙ্কে দিন কাটছে আমাদের। কেউ আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে চীন সরকার।

Manual3 Ad Code

স্বামী ও সন্তানকে নিয়ে এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছেন বলে জানান তিনি। লিজা বলেন, আমার ছোট বাচ্চা ঘরে বন্দী থাকায় তার মানসিক সমস্যা হচ্ছে। শুনেছি বাংলাদেশ সরকার আমাদের ফেরত নেয়ার চেষ্টা করছে কিন্তু কবে নেবে তা জানি না।

বাংলাদেশে যেন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে এজন্য বিমানবন্দরে কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন লিজা।

শুধু লিজা নন উহানে যেসব বাংলাদেশি শিক্ষার্থী অবস্থান করছেন তাদের অধিকাংশই দেশে ফেরার আকুতি জানিয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন এবং বাংলাদেশ দূতাবাসের সাহায্য চেয়েছেন।

Manual3 Ad Code

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাসটি এরইমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..