সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলার চাঞ্চল্যকর আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামী হেকিম আলীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত হেকিম আলী (৪৫) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের মৃতঃ কুতুর আলীর ছেলে।
শনিবার(১৬ নভেম্বর) রাতে তাহিরপুর থানার বাধাঘাট এলাকায় দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি(ভারপ্রাপ্ত) কর্মকর্তা হারুনুর রশিদের দিকনির্দেশনায় ও এসআই তরিকুল ইসলাম ও এসআই হাসনাত হোসেন’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে হেকিম আলীকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ধর্ষণ চেষ্টার মামলার পলাতক আসামী হেকিম আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এবং আদালতে আসামি এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
Sharing is caring!