গোয়াইনঘাটে মিডনাইট মিডবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

গোয়াইনঘাটে মিডনাইট মিডবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Manual4 Ad Code

নিজস্ব সংবাদদাত :: গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

Manual8 Ad Code

বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ঘোষগ্রাম ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত মিডনাইট মিডবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি খেলাধুলায় বাংলাদেশ পিছিয়ে নেই। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ করে দিতে হবে। তাহলেই আমরা আগামী দিনে সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।

উদ্বোধনী অনুষ্ঠানে ডৌবাড়ী ইউপি সদস্য হাবিজ উল্লাহ’র সভাপতিত্বে ও সাংবাদিক কাওছার আহমদ রাহাত ও উমর আলীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের প্রভাষক (সমাজকর্ম) শরিফুল ইসলাম, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বশির উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ উল্লাহ ও সেক্রেটারি মিসবাহ উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই আহাদ, ছাত্রলীগ নেতা আবু তায়েফ, সাংবাদিক রিয়াজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুক আহমদ, মাস্টার নুরুল হুদা, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা মুহাম্মদ আলী, শহিদ মেম্বার, রফিক আহমদ, নইম উদ্দিন, মুসলিম উদ্দিন, খেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, সেক্রেটারি ইয়াকুব আলী, জিয়াউর রহমান, যুবলীগ নেতা নুর উদ্দিন, সদস্য সাইম উদ্দিন, নুরুল হক, বদরুল, আফজল হোসেন, আরিফ উদ্দিন, মাসুক আহমদ প্রমুখ। উদ্বোধনী ম্যাচে ৩ পর্বে মোট ৬ টি দল অংশ নেয়, এতে ৩টি দল বিজয়ী হয়। বিজয়ীরা বাঘের সড়ক ফুটবল একাদশ, আলোর দিশারী তরুণ সংঘ ফুটবল একাদশ ও হরিপুর ফুটবল একাদশ। উদ্বোধনী খেলা পরিচালনা করেন সুলাল কান্ত দে। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত। পরে জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে প্রধান অতিথি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..