সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
সুসুনামগঞ্জ প্রতিনিধি :: নামগঞ্জ সদরে ভূয়া র্যাব সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। আটককৃতের নাম আশাবুল ইসলাম (৩০)। সে তাহিরপুর উপজেলার টেকেরঘাঠ বর্তমানে ছড়ারপার (কান্দিগাও) গ্রামের মৃত. আব্বাছ আলীর ছেলে।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আমিনুল ইসলাম, এএসআই মামুন মিয়া, এএসআই মনির ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রংপুর নতুন বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে র্যাব এর পোষাক পড়া ছবি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া উইং এসআই আমিনুল ইসলাম। আজ তার বিরুদ্ধে ১৭০ ও ১৭১ ধারার মামলা দায়ের করে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে ডিবি ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd