সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সারা দেশের সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে দলটির আমির নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। আজ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের আমির প্যানেল করা হয়েছিল। প্যানেলে এক নম্বরে ছিলেন শফিকুর রহমান। দুই নম্বরে ছিলেন মুজিবুর রহমান ও তৃতীয় ছিলেন মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের সারা দেশের রুকনদের ভোটে শফিকুর রহমান আমির নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।
এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানায়, গত ১৭ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নির্বাচনের এই ফল ঘোষণা করা হয়েছে। এতে শফিকুর রহমান আমির নির্বাচিত হয়েছেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন তিনি।
১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন শফিকুর। ১৯৮৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য হন তিনি। ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ছিলেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd