সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলায় মাদক বিরোধী সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সজল কুমার কানু এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ গত বৃহস্পতিবার বিকালে কোম্পানীগঞ্জ থানাধীন সীমান্তবর্তী ছড়ারপাড় ব্রীজে থেকে ৩১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ছড়ারপার নোয়াগাঁও (ধুপরির পাড়) সাকিনের আব্দুল বারীর পুত্র আইনুদ্দিন (৩০) ও বাবুল মিয়া (৩৬) উভয়ে ভারী সামগ্রী ভারের সাহায্যে কাঁধে করে নিয়ে যাবার ব্রীজে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ সময় আসামীদের ফেলে যাওয়া বস্তা ভর্তি ৩১৮ বোতল ভারতীয় তৈরি অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। ঘটনা সংক্রান্তে মাদক বিরোধী সেলের এসআই রাজীব মন্ডল কোম্পানীগঞ্জ থানায় লিখিত এজাহার দাখিল করলে পলাতক আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীদের গ্রেফতারে মাদক বিরোধী সেলের অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীণ।
সিলেট জেলার পুলিশ সুপার বলেন, জেলার সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এক বিজ্ঞপ্তিতে বিষটি নিশ্চিত করেছেন- সিলেট জেলা সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ আনিছুর রহমান খান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd