সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
ইমরান আহমদ কারিগরি কলেজের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও রিংকু ফার্মেসীর হামলাকারী আসামীদের গ্রেফতার ও ওসমানী মেডিকেল দালালমুক্ত করার দাবিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেন- ইমরান আহমদ কারিগরি কলেজ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ, বর্ণি স্টুডেন্ট ফোরাম সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।
ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ রুহুল আমীনের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি রূপক চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি জারি করেছে। এ সরকার ক্ষমতার আসার পরই স্বাস্থ্য খাতে বিশেষ নজর দিয়েছে। দেশের সকল মানুষকে স্বাস্থ্যসেবা দিতে সকল কার্যক্রম করে যাচ্ছে। তবুও কিছু দালালদের কারনে আজ সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। এই দালালদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তিনি বলেন- রিংকু ফার্মেসীতে ইমরান আহমদ কারিগরি কলেজের শিক্ষকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনারও আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত এপিপি আলহাজ্ব এড. মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এড. আজমল আলী, কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক এমএ, সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, ৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কমর উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউপি আ.লীগের সভাপতি আব্দুল হাসিম, মইন উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আজির হাসিব, দলইরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহের আলী, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জুাদুর রহমান, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল মানিক, ইমাম সমিতির সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, পাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, এম. সুহেল আহমদ, তোফাজ্জুল হক, সাচ্চা মিয়া মোস্তাকিম, আনসার আলী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, যুগ্ম সম্পাদক জিকরুল ইসলাম, ইমরান আহমদ কারিগরি কলেজের ভাইস প্রিন্সিপাল কামাল হোসেন, প্রভাষক আনোয়ার হোসেন, রায়হান হোসেন শাহীনুর আলম, হেলাল আহমদ, বশিরুল ইসলাম, কয়েছ আহমদ, দেলওয়ার মনির, দক্ষিণ রণিখাই আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, বুরহান উদ্দিন, সমাজসেবক ইকবাল হোসেন, ইমাদ, কয়েছ আহমদ, তাজ উদ্দিন, যুবলীগ নেতা মেহেদী হাসান জামাল, প্রদীপ দাস, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এম. সুহেল রানা, সহ সভাপতি জাহেদুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক রাজিব চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিটন আহমদ, সহ দপ্তর সম্পাদক রানু সরকার, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক জামাল উদ্দিন, সহ কোষাধ্যক্ষ নুরুল মোস্তাকিম, আরাফাত তানজিল আনোয়ার, সিনিয়র সদস্য এহসান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাচ্চা মিয়া, ছাত্রনেতা হিফজুর রহমান, কাওছার আহমদ, ছাত্রপরিষদ নেতা সোহান, ফরিদ উদ্দিন, মোস্তাকিম, শাহ আলম স্বাধীন, জয়নাল, এমদাদ, মিজান প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd