সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
সিলেট উপঅঞ্চচল ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাঠে খেলায় বালক দল ফুটবলে সিলেট জেলার গোয়াইনঘট উপজেলার কোওর বাজার উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার মিতালী উচ্চ বিদ্যালয় কে হারিয়ে চেম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে । ফুটবল বালিকা দলে চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উদয়ন উচ্চ বিদ্যালয়, রানার আপ হয় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর উচ্চ বিদ্যালয়।
হ্যান্ড বলে চ্যাম্পিয়ন ছাত্র সিলেট জেলার সদর উপজেলার জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়, রানার আপ মৌলভীবাজার জেলার কুলাউড়া নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়। হ্যান্ড বল ছাত্রী চ্যাম্পিয়ন সিলেট জেলার সদর উপজেলার জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রানার আপ মৌলভীবাজার কুলাউড়া সরকারী উচ্চ বিদ্যালয়, কাবাডী ছাত্র চ্যাম্পিয়ন সিলেট জেলার সদর উপজেলার জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়, রানার আপ মৌলভীবাজার জেলার সাধু হাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, কাবাডী ছাত্রী সিলেট জেলার সদর উপজেলার জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়, রানার আপ মৌলভীবাজার জেলার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চচলের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদের সভাপতিত্বে ও সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা শিক্ষা অফিসার একে মজুমদার, সহকারী বিদ্যালয় পরিদর্শক হেপি বেগম, খেলায় আরো উপস্থিত ছিলেন কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস, উক্ত খেলা পরিচালনা করেন রেফারি আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন এবং ময়নুল হক ময়ূর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd