সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
বাংলাদেশ ৪র্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা উপলক্ষ্যে এক র্যালী বের করা হয়। রোববার (১ সেপ্টেম্বর) সকাল র্যালিটি হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সমগ্র বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ৪র্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে (১ সেপ্টেম্ভর) হইতে সপ্তাহব্যাপি হাসপাতালের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী করার সিদ্ধান্ত গৃহিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সুষ্ঠু ভাবে সফল করার লক্ষে মাননীয়, মেয়র মহােদয় সিলেট সিটি কর্পোরেশন, জনস্বার্থে প্রতিদিন ৩০ জন পরিচ্ছন্নকর্মী ও আবর্জনা নিষ্কাশনের জন্য সাকার মেশিন ও আবর্জনা পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য ৩ টি ট্রাক ও ঘাষ কাটার মেশিন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পাদনের জন্য যাবতীয় সরঞ্জামাদি সরবরাহ করার জন্য সবিনয় অনুরােধ করা হইল। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য সকল ওয়ার্ড মাষ্টার, ষ্টোর কিপার, এবং সকল সংগঠনের প্রতিনিধিদের সর্বাত্মক সহযােগিতা কামনা করা হয়। সপ্তাহব্যাপি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সুষ্ঠু ভাবে সফল করার জন্য সকল ইনডোর ইনচার্জ এবং আউটডোর ইনচার্জ তাহাদের ওয়ার্ডের ও আউট ডোরের নিয়োজিত অফিস সহায়ক ও পরিচ্ছন্নকর্মী দ্বারা পরিষ্কার করাইয়া নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হইল।
৪র্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক বিগ্রে. জেনারেল ইউনুসুর রহমান, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও অধ্যাপক ডা. আফসার উদ্দিন, আসাদুজ্জামান জুয়েল, সাংবাদিক সফিকুল ইসলাম শাফি। বিএনএ’র সভাপতি শামিমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
আরও বক্তব্য রাখেন সহ সভাপতি বাদশা মিয়া, নজরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিমন, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, সজিব মিয়া, সাদেকুর রহমান, বাবুল হোসেন, কারুল ইসলাম, নজরুল ইসলাম, শুধাংশু কুমার পাল, এনামল, নুরুল ইসলাম, লালু মিয়া, আলা উদ্দিন, সাদিকুর হরমান
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd