সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) ভোরে শেওলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতরা পালিয়ে যাওয়ার পর পুলিশ মিসবাহ নামের এক ডাকাতের লাশ উদ্ধার করে। নিহত ডাকাত সরদার মিসবাহ উদ্দিনের বাড়ি জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ এলাকার রোহার সাঙ্গন। সে একই এলাকার আব্দুল মালিক ছেলে।
পুলিশ শনিবার তাকে জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার শিকারপুর এলাকায় ডাকাতির মামলা রয়েছে।
শনিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ডাকাতির কথা স্বীকার করে এবং তার কাছে অস্ত্র রয়েছে- সে কথা পুলিশকে জানায় মিসবাহ। স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অস্ত্র উদ্ধারে দুবাগের শেওলা সেতু সংলগ্ন এলাকায় মিসবাহকে নিয়ে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগী ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘঠনাস্থলে ডাকাত মিসবাহ নিহত হন এবং অন্য ডাকাতরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, অত্যাধুনিক কাটার যন্ত্র ও প্রচুর রামদা উদ্ধার করে।
পুলিশ জানায়, ডাকাত সরদার মিসবাহ বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ একাধিক থানায় ৮টি মামলা রয়েছে। ২টি অস্ত্র আইনে, একটি ডাকাতি প্রস্তুতি এবং ৫টি ডাকাতি মামলা রয়েছে বন্দুকযুদ্ধে নিহত মিসবাহ উদ্দিনের বিরুদ্ধে। সে বিয়ানীবাজার থানার শিকারপুর এলাকার ডাকাতি মামলার অন্যতম আসামি। শনিবার সিলেটের জাফলং এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক বলেন, অস্ত্র উদ্ধারে ডাকাত মিসবাহকে নিয়ে শেওলা সেতু এলাকায় অভিযানে গেলে সেখানে অবস্থান নেয় একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ডাকাত মিসবাহ উদ্দিনের গুলিবিদ্ধ লাশ এবং আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd