সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ কর্মী জোগান দিতে পারলে জাপানে বাংলাদেশি কর্মীর চাহিদা আরও বাড়বে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিজ মন্ত্রণালয়ে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্ট কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইমরান আহমদ বলেন, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সরকার দক্ষ কর্মী তৈরি করছে। সহযোগিতা স্মারক সইয়ের ফলে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। এ সময় তিনি জাপানের শ্রমবাজার উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক প্রচেষ্টা ও দক্ষতার প্রশংসা করেন।
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অনেক সুনাম রয়েছে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, জাপানের ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের শ্রমবাজারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে এবং বৈদেশিক কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
টেকনিক্যাল ইন্টার্নদের উদ্দেশে তিনি বলেন, কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আইএম জাপানের সহায়তায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে সরকারিভাবে বিনা খরচে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর অংশ হিসেবে বৃহস্পতিবার ৪ জন টেকনিক্যাল ইন্টার্নকে স্মার্ট কার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd