সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
ট্রাক গাড়ির কাগজপত্র থাকুক না থাকুক গাড়ির সামনে ষ্টিকার লাগানো থাকলেই রাজপথের রাজা হয়ে যান কাগজপত্র বিহীন অবৈধ ট্রাক চালকরা। আর এই ষ্টিকার সরবরাহকারী প্রতারক চক্রের এক সদস্যকে বুধবার রাত ১১ টায় সোবহানীঘাট এলাকা থেকে আটক করেছে ট্রাক শ্রমিক সদস্যরা। আটক প্রতারকের নাম মো. মিস্টার। সে নরসিংদীর শিবপুরের মুন্সিবারচর গ্রামের ওমর কাজীর ছেলে। আটক মিস্টার ট্রাক
শ্রমিকদের জানিয়েছে, সে সিলেট হতে ভৈরব ও সিলেট হতে চট্রগ্রাম সিটি গেইট পর্যন্ত তার দেওয়া ষ্টিকার যুক্ত গাড়ি হাইওয়ে পুলিশ কিংবা কোনো টহল পুলিশ আটক করে না। প্রতিমাসে ৫০ হাজার টাকা অসাধু গুটিকয়েক পুলিশ সদস্যকে প্রদানের মাধ্যমে সে এ ষ্টিকার বানিজ্য করে আসছে। সে আরো জানায়, ষ্টিকার বানিজ্যের মুল হোতা নারায়নগঞ্জের ইব্রাহীম ও ম্যানেজার রুবেল। প্রতি গাড়িতে তিনটি ষ্টিকার বাবদ মাসে ২ হাজার টাকা করে চালকরা দিয়ে থাকেন। আটক মিস্টারকে সিলেট কতোয়ালী থানার এসআই বিষ্ণু নিয়ে যান থানায়।
এ ব্যাপারে ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার থানা আঞ্চলিক কমিটির সভাপতি মো. কাওছার আহমদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি অবৈধ ষ্টিকার প্রতারকদের আটক করতে তৎপরতা চালিয়ে আসছিলেন, অবশেষে মিস্টারকে আটকের মাধ্যমে ষ্টিকার বানিজ্যের মুল হোতাদের সনাক্ত করা সম্ভব হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd