সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
সিলেটের কানাইঘাটে আটককৃত ১৪ রোহিঙ্গাকে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। এছাড়া তাদেরকে বহনকারী মাইক্রোবাস চালক এবং অপর এক দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন তথ্য জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।
থানার এসআই আবু কাউছার জানান, আটক রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। দালাল আর মাইক্রো চালকের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইনগত ব্যবস্থা।
জানা গেছে, বুধবার ভোররাত ৪টার দিকে কানাইঘাট উপজেলার দর্পননগর মমতাজগঞ্জ খেয়াঘাট থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তন্মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের সাথে এক দালাল ও মাইক্রোবাস চালককেও আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন- ফরিদ মিয়া (৫০), ছালেহা বেগম (৩৫), মীর জাহেদ (১২), মুজিবুল হক (৮), জাবুল হক (৪), আজিজুল হক (৩), মো. ওয়ারেজ (২৮), দেনোয়াজ বেগম (২৬), তছলিমা (৪), মস্তকিমা (০৩), মমতাজ বেগম (১৮), মো. শফিক (২৭), সৈয়দ আলম (৩০), কামাল হোসেন (৩০)। তাদের প্রত্যেকের বাড়ি মিয়ানমারের রাখাইন প্রদেশে।
এছাড়া তাদের সাথে আটককৃত দালাল হলেন কিশোরগঞ্জের মো. নুরুল্লাহ (২৪) এবং মাইক্রোবাস চালক কানাইঘাটের নারাইনপুর গ্রামের তজল্লুর রহমানের ছেলে আব্দুল মালিক (২৩)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd