সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯
সিলেট বিমান বন্দর সড়কের খাসদবিরে ‘শাহীন হোটেল’ থেকে আজির উদ্দিন নামে ষাটোর্ধ এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) রাত ৮টায় নগরীর বিমান বন্দরসড়কের খাসদবিরস্থ ‘শাহীন হোটেল’র ৩য় তলার ২৬নং রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রুমে হাফিজ আজির উদ্দিন (৬৫) এর কোনো সাড়াশব্দ না পেয়ে হোটলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
হোটলে কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আজির উদ্দিন দীর্ঘ ২০ বছর থেকে খাসদবির এলাকায় বাস করছেন এবং তিনি একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাতেন জানান, মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd