সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
সিলেট নগরীর লামাবাজারস্থ বাংলাদেশ প্রাক্তন সৈনিক ক্লাবের ভেতর থেকে ১৪ জুয়াড়িকে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুবিদাবাজারের মো মহসিন আলী (৪৯), মৌলভীবাজারের বড় কাপনের রাহুল ঘোষ বাপ্পু (২৪), নগরীর কাষ্টঘরের ঝলক দাস (২৮), দিরাইয়ের জগদল গ্রামের রঙ্গী মিয়া (৪৮), কাষ্টঘরের মো. সুমন (১৯), জালালাবাদ থানার সাধুপুরের মো. শফিক মিয়া (৪৮), ছাতকের তাতীগোনা গ্রামের মো. সিরাজ মিয়া (৫৫), দিরাইয়ের মাইটাপুরের ফরিদ আলম (৩৭), জগন্নাথপুরের জগদীশপুরের জামাল উদ্দিন (৪৯), ছাতকের গোবিন্দগঞ্জের দিকলীর মো. সাইফুল (৩২), মোগলাবাজার থানার শেখপাড়ার এমাদ উদ্দিন (৪৮), শ্রীমঙ্গলের আলীশারকূলের লিটন মিয়া (২৮), দিরাইয়ের কালীনগরের সুমন মিয়া (২৮), এবং জগন্নাথপুরের রথিয়ারপাড়ার নেওয়ার হোসেন (৪২)।
র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আটককৃতদের কাছ থেকে নগদ ৫৭ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। তাদেরকে নগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd