সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে চুরির মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি কালা মিয়াকে গ্রেপ্তার ও এক কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন নামের অপর এক ব্যক্তিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপ পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান অভিযান চালিয়ে লামা হাদারপার এলাকা থেকে আলাউদ্দিনের ছেলে ইসলাম উদ্দিনকে (২৫) এক কেজি গাঁজাসহ আটক করে।
অপরদিকে সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুলেমান তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে অভিযান চালিয়ে চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আজির উদ্দিনের ছেলে কালা মিয়াকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় গোয়াইনঘাট থানায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে ঐ দুইজন অপরাধীকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd