সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো কমলো। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২ জনে নেমে এসেছে। সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ৪২০ জন। বিভিন্ন সরকারি ও বে-সরকারি হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন মাত্র ৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী আর বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪২ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ জন ও বে-সরকারি হাসপাতালে ৭ জন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ৯ জন ও বে-সরকারি হাসপাতালে ১ জন। আর এই চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন রোগী। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে ৬ জন ও বে-সরকারি হাসপাতাল থেকে ১০ জন রোগী বাড়ি ফিরেছেন।
গত রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেটে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছিল ৪১০ জন। যার মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৫ জন।
সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় জানান, সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন রোগী। তিনি বলেন, সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পাশাপাশি সিলেট সিভিল সার্জন অফিসও সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd