সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
প্রধানমন্ত্রীর গ্রহণ করা অগ্রাধিকার প্রকল্পের সুবাদে ‘আপন ঠিকানা’ পেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার আরও ১১টি ভূমিহীন পরিবার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা ওই ১১টি ভূমিহীন পরিবারের মধ্যে ৯টি পরিবারের সদস্যদের হাতে তাদের নামে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির সকল কাগজপত্র তুলে দিয়েছেন। এর পূর্বেও আরোও কয়েকটি ভূমিহীন পরিবারের সদস্যদের খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল।
বন্দোবস্ত গ্রহীতারা হলেন- সিঙ্গেরকাছের বিজয় রবি দাশ ও কাঞ্চনী রায় রুহি দাশ (০.১৬ একর), চৈতননগরের আমিরুন নেছা (০.১৭ একর), খুজারপাড়ার হানিফ আলী ও রহিমা বেগম (০.১০ একর), মাহতাবপুরের আরব আলী ও আলেয়া খাতুন (০.১৩ একর), খুজারপাড়ার প্রদীপ মালাকার ও রেখা রাণী মালাকার (০.১০ একর), দিঘলীর নিপিন্দ্র মালাকার ও আরতী মালাকার (০.১০ একর), মাহতাবপুরের আবদুস শহিদ ও ইয়ারুন নেছা (০.১৩ একর), মির্জারগাঁওর আজির উদ্দিন ও বদরুন নেছা (০.১৩ একর), মির্জারগাঁওর করিম উদ্দিন ও সুজিনা বেগম (০.১৪ একর)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd