সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সকাল ১০টায় হাসপাতালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পন করা হয় শ্রদ্ধাঞ্জলি।
এছাড়া সকাল ১১টায় হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। বাদ জোহর হাসপাতাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. ইউনুছুর রহমানের সভাপতিত্বে এবং ডা. আসাদুজ্জামান জুয়েল ও সাইফুল মালেক খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. মো. আফছার উদ্দিন, আর এস ডা. অরুন কুমার বৈষ্ণব, আরপি মেডিসিন ডা. আবু নঈম মোহাম্মদ, আর এস অর্থোপেডিক্স বিফুল চন্দ্র ঘোষ, আরএস ক্যাজুয়ালটি ডা. শ্যামল চন্দ্র বর্মন, আরএস চক্ষু ডা. রফিক উদ্দিন আহমদ, আরএস গাইনী ডা. ফাহমিনা আক্তার, আরএস শিশু ডা. সৈয়দ মোর্তুজা আলী, সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আক্তার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিওমেক হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সম্পাদক মো. সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দাশ, সিনিয়র স্টাফ নার্স কিবরিয়া খোকন, সুরাইয়া পারভীন, ভ্রান্তি বালা দেবী, আমিনুল ইসলাম, নাজির আলম, নিলুফা ইয়াসমিন, সবিতা রানী দে, সাজেদা বেগম, কনক লতা, ইমরান আহমদ তফাদার, মহেশ বিশ^াস, নুরুন নাহার তালুকদার, তারিক হাসান, রেবা রানী পাল, একরামুল হক, চৌধুরী মো. শামসুল আলম, মো. ইউসূফ, আবদুল খালিক, রুবি রানী সাহা, নাছিমা আক্তার, আবদুল্লাহ আল মামুন, পারভীন সুলতানা চৌধুরী, তাইবুনা আক্তার, শাহানারা খানম, সুমন দেব, লোকমান হোসেন খান, সাব্বীর আহমদ তফাদার, পিএ টু পরিচালক মো. রুহুল আমিন, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আবদুল জব্বার, তৃতীয় শ্রেণী কর্মচারী আবুল কাসেম, নজরুল ইসলাম, মানিক মিয়া, আবুল কালাম, বিজয়া, যুথিকা রানী, সর্দার শুধাংশু কুমার পাল, সর্দার ইলিয়াছুর রহমান, এনামুর রহমান, আনসার কমান্ডার নাসির উদ্দিন, এপিসি চন্দন, জিয়াউল হক, নির্ণয় তালুকদার, মোস্তাফিজুর রহমান, এবাদুর রহমান, মিছবাহ, সামছু জামান, জসিম মিয়া প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd