সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯
সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে বলে রবিবার জানিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম রোববার এতথ্য জানিয়েছে।
কান্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩৯ জন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। আরেকজনের মৃত্যু হয়েছে রাজধানীর বাইরে তবে ঢাকা বিভাগের মধ্যেই। আগস্টে ১০ এবং জুলাইতে ২৪ জন মারা গেছেন।
গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ হাজার ১৭৮ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন ৩২ হাজার ৩৮৪ জন। বর্তমানে সারা দেশে শিশুসহ ৮ হাজার ৭৫৪ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
কন্ট্রোল রুম জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৯৮১ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd