সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
সিলেটের রুবেল আহমদ (৪০)। তিনি জেলার জকিগঞ্জের শাহ গলি বাজারস্থ বিসমিল্লাহ মার্কেটে কসমেটিকস ও পার্লারের ব্যবসা করেন। কসমেটিকস ও পার্লারের ব্যবসার আড়ালে বেশি টাকা আয়ের জন্য বেছে নেন মাদক ব্যবসা। অবশেষে তাকে মাদকসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মাইশা কসমেটিকস এন্ড সাজঘর থেকে গ্রেফতার করেন ডিবির এসআই আব্দুল মান্নান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে জকিগঞ্জের খিলোগ্রাম গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রুবেল আহমদ (৪০) ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছেন। তাকে সিলেট জেলা পুলিশের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের তত্বাবধানে গ্রেফতার অভিযান চালাই। এসময় তাকে তার নিজ ব্যবসায় প্রতিষ্ঠান মাইশা কসমেটিকস এন্ড সাজঘর থেকে ২শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হই।
এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উত্তর জোনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, রুবেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে একাধিক বার গ্রেফতার করার চেষ্টা করা হলেও গ্রেফতার অভিযান ব্যর্থ হয়। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এসময় তার দোকানের ক্যাশ ড্রয়ারে রাখা দুটি এয়ারটাইট প্যাকেটে ২শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ডিবির এসআই আব্দুল মান্নান বাদি হয়ে গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সাইফুল আলম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd