সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
ডেঙ্গুরোগীদের দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।
সোমবার দুপুর ২টার দিকে হাসপাতালে আওয়ামী পরিবারের নেতৃবৃন্দদের নিয়ে রোগীদের দেখতে যান তিনি।
হাসপাতলে ডেঙ্গু আক্রান্ত সকল রোগীকে ডাবের পানি খাওয়ান আসাদ উদ্দিন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটসহ সারাদেশে ডেঙ্গুরোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে গ্রহণ করা হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক নানান কর্মসূচী। জনগণ সচেতন হলে অচিরেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে রোগীদের সহায়তায় সার্বক্ষণিক নিয়োজিত থাকায় ওসমানী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. রাজউদ্দিন, ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান, বিএনএ ওসমানী মেডিকেল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকসহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd