সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৩০১ পিলারের জঙ্গীবিল এলাকায় ৪আগষ্ট রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরু বর্তমানে লালাখাল বিজিবি ক্যাম্পে আটক রয়েছে।
এলাকাবাসী জানান- জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন পথ দিয়ে প্রতিদিন শত শত ভারতীয় গরু মহিষ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছে। অপরদিকে অবৈধ পথে গরু প্রবেশকে কেন্দ্র করে নানা সময় ভারতীয় ও বাংলাদেশী চোরাকারবারীদের মধ্যে নান ঘটনার সূত্রপাত ঘটছে। সবকিছুর পরও সীমান্ত পথে অবৈধ ভাবে বাংলাদেশে ভারতীয় রোগাক্রান্ত গরু মহিষ বাজারে ছয়লাভ রয়েছে। যার ফলে দেশিয় ভাবে উৎপাদিত ও গৃহ পালিত গরু মহিষ গুলো কোরবানীর ঈদে সঠিক মূল্য থেকে বঞ্চিত হবে বলে জানান বিভিন্ন গ্রামের কৃষক পরিবার গুলো। ভারতীয় গরু মহিষ বাজারে প্রবেশ করায় ইতো মধ্যে দেশীয় গরুর প্রতি ক্রেতারা আগ্রহ হারাচ্ছে এবং প্রকৃত দাম হতে বঞ্চিত হচ্ছে।
এবিষয়ে জানতে লালখাল বিজিবি’র সাথে যোগাযোগ করা হলে- ক্যাম্প কমান্ডার জানান আমরা কাষ্টমকে গরু আটকের বিষয় জানিয়েছি এবং নিলামের জন্য তাদেরকে ইনফরমেশন করা হয়েছে। কাষ্টম কর্মকর্তা এলে আমরা আটককৃত গরু নিলামে দিব। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd