সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে সিলেটে শোকর্যালি করেছে জেলা জাতীয় মহিলা পার্টি। রোববার বিকেলে নগরীর তালতলা থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোকর্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, সিলেট সদর উপজেলার শাখার আহবায়ক রাবেয়া বেগম, সদস্য সচিব সিপা বেগম, রাশেদা বেগম, মিতু বেগম, কুহিন আক্তার, সিপা আক্তার, তানিয়া বেগম, আছিয়া বেগম, জাহানারা বেগম, নূরজাহান বেগম, আকলিমা বেগম, বিউটি বেগম, হিরুনা বেগম, তসলিমা বেগম, তাসলিমা আক্তার, ফরিদা আক্তার, সেলি আক্তার, কুলসুমা বেগম।
শোকর্যালি পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের উন্নয়নের যাত্রা শুরু করেন। তিনি শুক্রবার সরকারি ছুটিসহ দেশের কল্যানে ঔষধনীতি প্রণয়ন করেন। এ কারণে দেশের মানুষ এখনো সহজলভ্যভাবে ঔষধ খেতে পারছেন। বক্তারা আরো বলেন, দেশের রাজনীতিতে এরশাদের অবদান ভুলার নয়। প্রতিটি সরকারেই তার অবদান রয়েছে।বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd