সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
জগন্নাথপুর-সিলেট সড়কের ভাঙাচোরা গর্তে ডিপাতালির কাজ চলছে। তা দেখে ভূক্তভোগী জনতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
৪ আগষ্ট রোববার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর শহরের হামজা কমিউনিটি সেন্টারের সামনে ভাঙাচেরা সড়কের গর্তে নামমাত্র ইট ও ইটের সুরকি ফেলা হচ্ছে। তা দেখে পথচারী জনতা অসন্তোষ প্রকাশ করে বলেন, সামান্য ইটের সুরকি দিয়ে ডিপাতালির কাজ করে কি সড়ক ঠেকানো যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত ভারী যানবাহন চলছে।
এরপরও এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরা সন্তোষ প্রকাশ করে বলেন, আপাতত আমরা গাড়ি চালাতে পারছি এতেই অনেক খুশি।
জানাগেছে, গত প্রায় কয়েক মাস ধরে জগন্নাথপুর-সিলেট সড়কটি বেহাল দশায় পরিণত হয়। সড়কের অধিকাংশ স্থান ভেঙে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মানুষের ভোগান্তি বাড়তে থাকে।
এক পর্যায়ে চরমে পৌছে যায়। যে কারণে প্রতিবাদী হয়ে উঠেন সাধারণ মানুষ। সড়ক মেরামতের দাবিতে শুরু হয় আন্দোলন। রাস্তায় নেমে আসেন প্রতিবাদী জনতা। পালন করা হয় পরিবহন ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি। অবশেষে আন্দোলনের মুখে ১৩ লক্ষ টাকা ব্যয়ে জগন্নাথপুর থেকে কেউন বাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে সাময়িক মেরামতের কাজ শুরু হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd