সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশে নিয়োগপ্রাপ্ত ৪২জন পুলিশ সদস্যের ভেরিফিকেশনের সময় বাড়ী গিয়ে মিষ্টি মুখ করাচ্ছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
কোন প্রকার সুপারিশ ছাড়াই নিজ যোগ্যতায় জৈন্তাপুরে উপজেলায় ৪২জনের পুলিশে চাকরি হওয়ায় নিয়োগপ্রাপ্তদের বাড়ী গিয়ে শুভেচ্ছা জানান মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার সদর নিজপাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে পুলিশে সদ্য নিয়োগপ্রাপ্তদের বাড়িতে যান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ। এ সময় তিনি চাকরিপ্রাপ্তদের পিতা-মাতার মুখে মিষ্টি তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার সিনিয়র এস.আই ইন্দ্রনীল ভট্টাচায্য রাজন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বিরসহ পুলিশের একাধিক সদস্যবৃন্দ।
অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা নিজ যোগ্যতায় এতদূর এসেছে। কোন প্রকার সুপারিশ ছাড়া, অর্থ ছাড়া এমন যোগ্যদের পাশে থাকতে চায় পুলিশ। তাই তাদেরকে শুভেচ্ছা জানানো হল। এতটুকু কাজতো পুলিশ করতেই পারে। যোগ্যদের পাশে পুলিশ সবসময় থাকবে। আগামীতে পুলিশে যত নিয়োগ হবে তাতে কোনো অর্থ কিংবা তদবির করতে হবে না বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd