গোলাপগঞ্জে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

গোলাপগঞ্জে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি

Manual1 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত কামরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। এছাড়া একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে রানু মিয়াতে তিন বছরের সাজা দিয়েছেন আদালত।

Manual1 Ad Code

মামলার অপর দুই আসামি মনোয়ারা বেগম এবং আয়েশা আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জের মেহেরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল আহমেদ ও ফারুক মিয়ার উপর হামলা চালায় আসামিরা। গুরুতর আহত হয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল ও ফারুক।

Manual5 Ad Code

ঘটনার দুই দিন পর নিহতদের বোন নাজিরা বেগম চারজনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..