সিলেটের অপরাধ দমনে আপোষহীন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

সিলেটের অপরাধ দমনে আপোষহীন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন

Manual2 Ad Code

অপরাধীদের আতঙ্ক আর সাধারণ মানুষের বন্ধু সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে বেশ কয়েকটি বড় বড় ঘটনার সার তথ্য উৎঘাটনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন। সিলেটের মানুষের কাছে একটি আস্থার নাম, একটি নির্ভরতার নাম। একজন পুলিশ কর্মকর্তার মূল কাজ জনগণের সেবা করা। যে কোন সমস্যায় তাদের পাশে থাকা। সব পুলিশ কর্মকর্তায় হয়তো সেটায় করেন কিন্তু ফরিদ উদ্দিন দায়িত্বটা একটু ভিন্নভাবে পালন করেন। পুলিশের বড় কর্তাদের কাছে কিন্তু এসপি ফরিদ উদ্দিন সাধারণ মানুষের প্রত্যাশিত সেবাকে দোর গোড়ায় পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুন এই পুলিশ কর্তা যোগদানের পর থেকেই অত্যন্ত সুনামের সাথে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। অত্যন্ত মেধাবী এই পুলিশ কর্মকর্তা ছোটবেলা থেকেই দায়িত্বের প্রতি আপোষহীন।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নিদের্শনায় মাদক, চোরাচালান, ডাকাতি ও ধর্ষণ বিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ডজন মামলার পলাতক আসামি আব্দুল হককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

গ্রামের নিরীহ মানুষকে হয়রানি, চাঁদাবাজি এবং দায়ীত্বে অবহেলা অভিযোগে বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করেছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।

Manual8 Ad Code

গত ২৯ জুন পুলিশের কনস্টেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণামূলক টাকা গ্রহণের অভিযোগে গত ১৪ জুলাই আর, আর, এফ নায়েক ১১১/খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া কানাইঘাট উপজেলায় ও এরকম প্রতারণার অভিযোগে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ পুলিশ বাহিনীর একজন লোকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসলে সাথে সাথে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

গত সোমবার ওসমানীনগর বাসীদেরকে স্বাক্ষী রেখে পুলিশ সুপার বলেন, ওসমানীনগর থানার ওসিকে এই দুটি বিষয়ে ৩ মাসের সময় দিয়ে গেলাম। ৩ মাস পর আবারো ওসমানীনগরে এসে আপনাদের সামনে জানতে চাইব এ ব্যাপারে একজন মানুষের নিকট থেকে কোনো অভিযোগ পেলে আমার সাথে করেই ওসিকে থানা থেকে নিয়ে যাবো।

Manual3 Ad Code

ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠা এই পুলিশ কর্মকর্তাকে গর্বিত পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। সাধারণ মানুষের বন্ধু হয়ে তাদের পাশে থেকে কাজ করে সফল এই পুলিশ কর্মকর্তা দাগি অপরাধীদের কাছে আতঙ্ক তেমনি সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে বিবেচিত হয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..