জাফলং জিরো পয়েন্টে পাথর উত্তোলনের নেপথ্যে প্রশাসন, বিএসএফ’র গুলিতে আহত ৩

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

জাফলং জিরো পয়েন্টে পাথর উত্তোলনের নেপথ্যে প্রশাসন, বিএসএফ’র গুলিতে আহত ৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট ও ভারতীয় অভ্যন্তর থেকে পাথর আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ৩ পাথর শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বিএসএফ একটি পাথরবাহী নৌকা ধরে নিয়ে যায়। ভারতীয় বিএসএফ’র গুলিতে আহত ৩পাথর শ্রমিকরা হলো জাফলং রহমতপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃ আব্দুর রহমান( ২৭), একই গ্রামের হবি মিয়ার পুত্র শফিকুল ইসলাম(৩০),মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (৩৫)।

অভিযোগ পাওয়া গেছে গ্রেফতার কিংবা আইনি জটিলতা এড়াতে গুলিবিদ্ধ এসব পাথর শ্রমিকরা সরকারী কিংবা স্থানীয় কোন হাসপাতালে চিকিৎসা নিতে পারছেনা।

পরিদর্শনকালে জানাযায় যে, জাফলং পাথর কোয়ারীর জিরো পয়েন্ট এবং ভারতীয় অভ্যন্তরে বিপুল পরিমান পাথর মজুদ রয়েছে। বিজিবি এবং পুলিশের নিযুক্ত দালালদের মাধ্যেমে প্রতি রাতে মোটা অংক্ষের উৎকোচ দিয়ে জীবনের ঝুকি নিয়ে পাথর আহরন করতে যায় শ্রমিকরা। মোটা অংক্ষের অদৃশ্য চুক্তি থাকার কারনে ক্ষতিপয় অসাধু চক্র তাদের রমরামা চাদাবাজি বানিজ্য চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৯জুন দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে শতাধিক নৌকা বখরা দিয়ে পাথর আনতে ভারতে প্রবেশ করলেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পাথর উত্তোলনের বাধাঁ দেয়। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পাথর উত্তোলন করতে লাগলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়লে ৩জন পাথর শ্রমিক গুরুত্বর আহত হয়।
এব্যাপারে শ্রমিক নেতা হানিফ মিয়ার সাথে আলাপ করলে তিনি জানান, প্রতি রাতে বিজিবি ও পুলিশের নামে টাকা দিয়ে পাথর আনতে যায় নিরিহ শ্রমিকরা।

এ বিষয়ে জানতে চাইলে সংগ্রাম সীমান্ত ফাড়ির ক্যাম্প কমান্ডার বাবুল আহমদ এবং এফএস’র সদস্য বাদল মিয়া বিষয়টি এড়িয়ে যান। তামাবিল কোম্পানী কমান্ডার হুমায়ন কবির জানান, বিষটি আমি শুনেছি কিন্তু বিস্থারিত পাইনি। সিলেটস্থ আখালিয়ায় অবস্থিত ৪৮বিজিবি কমান্ডিং অফিসারকে একাধিকবার ফোন করলেও অপ্রান্ত তিনি ফোন রিসিভ করেননি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান,সীমান্তে পাথর উত্তোলনকালে বিএসএফ কর্তৃক গুলি বর্ষনের খবর শুনেছি। তবে আহতদের কোন তথ্য আমার কাছে নেই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..