সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
সিলেট নগরীর আম্বরখানা থেকে পরিচয়পত্র ও সার্টিফিকেটসহ জরুরী কাগজপত্র জাল জালিয়াতি চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এএসপি ওবাইনসহ র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আম্বরখানাস্থ হুরাইরা ম্যানশনের জুনেদ এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি সিপিইউ জব্দ করা হয়।
আটক ৩ জন হলো- ঝালকাঠির রাজাপুর উপজেলাধীন গোপালপুর গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে মো. সাইফুল (৩৩), সিলেটের জালালাবাদ থানাধীন মোল্লারগাঁও গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. সামসুউদ্দিন (২৮) ও ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের বদর আলীর ছেলে মো. মাছুম আহমেদ (২৬)।
উদ্ধারকৃত আলামতসহ আটক ৩ জনকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd