সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক :: কানাইঘাট উপজেলার প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় উপজেলা প্রেসক্লাবকে বিলুপ্ত ঘোষণা করেছেন ওই প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ পদবীদারী ৫ সাংবাদিক।
বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আহমদ, ক্রিড়া সম্পাদক সুজন চন্দ অনুপ, প্রচার সম্পাদক আসাদ আহমদ, সদস্য জয়নাল আজাদ এক যৌথ বিবৃতিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বিবৃতিতে তারা বলেন- আলিম উদ্দিন আলিম সাংবাদিকতার আড়ালে নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত রয়েছেন। সিএনজি স্ট্যান্ড, পাথর কোয়ারী, ক্রাশার মিলসহ উপজেলার বিভিন্ন স্থানে তিনি ‘‘কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের’’ নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে আসছেন। তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে কানাইঘাট প্রেসক্লাবে অনেক ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। তাছাড়া আলিম উদ্দিনের চাঁদাবাজিতে স্থানীয় সাংবাদিকরাও পেশাগত দায়িত্ব পালনে হেয় প্রতিপন্ন হচ্ছেন।
বিবৃতিতে তারা আরো বলেন, গেল বছরের অক্টোবরে কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নামে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির গঠনের পরই আলিম উদ্দিনের অপরাধ সাম্রাজ্য আরো বিস্তার হয়। সাংবাদিকতা পেশার পরিপন্থি ও প্রেসক্লাবের নাম ভাংগিয়ে নিজের স্বার্থ হাসিল করতে ব্যস্ত হয়ে পড়েন আলিম উদ্দিন। কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার এসব কার্যকলাপের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েও কোন সুফল না পাওয়ায় বাধ্য হয়ে ১৮ ডিসেম্বর কমিটির সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ‘‘কানাইঘাট উপজেলা প্রেসক্লাব” কে বিলুপ্ত ঘোষণা করেন।
তবে- এ ব্যাপারে বিলুপ্তকৃত ‘কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের’ সভাপতি আলিম উদ্দিন আলিম জানান, তার কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্প্রতি কানাইঘাট প্রেসক্লাবের নানা কর্মকান্ডে জড়িত হয়েছেন। যা কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের নিয়ম পরিপস্থি। যার কারণে- প্রেসক্লাবের নিয়ম অনুযায়ী মুমিন রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ কমিটি থেকে স্বাভাবিকভাবেই ঝড়ে পড়েছেন। তাই তারা উপজেলা প্রেসক্লাবের নামে নানা মিথ্যা কাহিনী বানিয়ে অপপ্রচার করছেন। যা সম্পূর্ণ অজ্ঞতার শামিল।
আলিম উদ্দিনের বক্তব্যকে অস্বীকার করে বিলুপ্তকৃত ‘কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের’ সাধারণ সম্পাদক মুমিন রশিদ বলেছেন- আলিম উদ্দিন একজন ‘চাঁদাবাজ’। তার চাঁদবাজিতে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রেসক্লাব বিলুপ্ত করা হয়েছে। কানাইঘাটে সাংবাদিকদের কলুষিত করতে একমাত্র আলিম উদ্দিন-ই দায়ী বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd