সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হল সিলেট জেলা অটোটেম্পু, ইমা-লেগুনা চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং-চট্র-১৩২৬’র অর্নভুক্ত গোয়াইনঘাট শাখার দ্বি-বার্ষিক নির্বাচন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়াইনঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক নির্বাচনে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা অটোটেম্পু, ইমা-লেগুনা চালক শ্রমিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক হাজি মিসবাহ উদ্দিন।
নির্বাচন পরিচালনায় অন্যান্য’র মধ্যে দ্বায়িত্ব পালন করেন সিলেট জেলা অটো টেম্পু, ইমা-লেগুনা চালক শ্রমিক ইউনিয়ন’র সহ-সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইনশান আলী, শাহাব উদ্দিন, আব্দুর রশিদ, জোবায়ের আহমদ, মুসতাক আহমদ, কোষাধক্ষ বিলাল উদ্দিন প্রমূখ।
গুরুত্বপুর্ন এ দ্বি-বার্ষিক নির্বাচনটি পর্যবেক্ষন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসন, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার জুনেদ আহমদ।
এছাড়াও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তয়াক্কুল ইউনিয়ন যুবলীগ’র সাধারণ সম্পাদক তাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম আনারস প্রতিকে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিদ আহমদ গোলাপ ফুল প্রতিকে ১০৬ভোট পেয়েছেন।
অপর দিকে সাধারণ সম্পাদক পদে মোঃ গিয়াছ উদ্দিন চেয়ার প্রতিকে ১৬৫ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি বেলাল আহদম হরিণ প্রতিকে ১৪০ভোট পেয়েছেন। এছাড়াও কোষাদক্ষ পদে মোঃ সাহেদুর রহমান সাহেদ ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল খালিক চশমা প্রতিকে ১২৮ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনার ও সিলেট জেলা অটোটেম্পু, ইমা-লেগুনা চালক শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন এমন তথ্য নিশ্চিত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd