সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ফাহিমা কাপাসিয়া উপজেলার আড়ালিয়া এলাকার ফজলুল হকের মেয়ে ও তার স্বামী লিমন।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, উপজেলার টোক ইউপির বড়চালা গ্রামের মনিরের ছেলে অটোরিকশা চালক লিমনের সঙ্গে আড়ালিয়া গ্রামের ফজলুল হকের মেয়ে ফাহিমার পারিবারিকভাবে প্রায় নয়মাস আগে বিয়ে হয়। এর কয়েক মাস পর থেকেই তাদের মাঝে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে শুরু হয়। লিমন তার স্ত্রী ফাহিমাকে নানা সময় যৌতুকের জন্যে শারীরিকভাবে নির্যাতন করত। ফলে তিন মাস আগে ফাহিমা তার বাবার বাড়ি চলে আসে।
এরপর মাঝেমধ্যেই লিমনের শ্বশুরবাড়িতে আসা যাওয়া থাকলেও প্রায় এক মাস থেকে তার শ্বশুরবাড়িতে যাতায়ত বন্ধ ছিল। গত রোববার লিমন শ্বশুরবাড়িতে আসলে সোমবার সকাল পর্যন্ত স্বামী স্ত্রীর মাঝে স্বাভাবিক আচরণ দেখা যায়। সকালে বাড়িতে কোনো লোকজন না থাকায় তারা দুইজন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
কাপাসিয়া থানার ওসি আরো বলেন, বাড়ির লোকজন দুপুরের দিকে তাদেরকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ফাহিমাকে খাঁটে মৃত অবস্থায় ও লিমনকে স্ত্রীর ওড়না দিয়ে ঘরে ঝুলন্ত অবস্থায় পায়। পরে পুলিশে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে স্থানীয়দের ধারণা দাম্পত্য কলহ থেকেই এ ঘটনার সূত্রপাত হতে পারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd