সিলেটে অন্তঃসত্ত্বা নারীকে হত্যা, স্বামী হাজতে

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

সিলেটে অন্তঃসত্ত্বা নারীকে হত্যা, স্বামী হাজতে

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের মোগলাবাজারে শারমিন আক্তার শাম্মী (২১) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী-শ্বশুর-শাশুড়ি ও ভাসুরকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজার থানার নৈখাই (কোনাচর) গ্রামে গৃহবধু শাম্মীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক বিষপান করায় বলে অভিযোগ করেন নিহতের বাবা।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আহমদ শাম্মীর মৃত্যুর খবর ও এ ঘটনায় হওয়া মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় শনিবার (১৩ এপ্রিল) নিহতের বাবা বাদী হয়ে মোগলাবাজার থানায় হত্যা মামলা দায়ের করলে স্বামী আবুল হোসাইন, ভাসুর রাহিম উদ্দিন (২৮), শ্বশুর আব্দুল লতিফ (৬০) ও শাশুড়ি মরিয়ম বেগম শিল্পী (৫০) কে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিহত শাম্মী মৌলভীবাজারের রাজনগর উপজেলার চেলারচক গ্রামের আব্দুল আজিজ চুনু মিয়ার (৬০) ২য় কন্যা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৬ সালে রাজনগরের মেয়ে শারমিন আক্তার শাম্মীর মোগলাবাজার থানার আবুল হোসাইনের সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। অতঃপর উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিনের এই প্রেমের ইতি টানতে প্রেমিক দম্পতি ২০১৮ সালের ১১ই নভেম্বর সিলেটের একটি আদালতে নোটারির মাধ্যমে বিয়ে করেন। চলতি বছরের এক জানুয়ারি আবার তারা ফেঞ্চুগঞ্জের এক স্থানীয় কাজির মাধ্যমে ইসলামি শরীয়াহ মোতাবেক আবদ্ধ হন। শাম্মির কাবিন ছিল ৫ লক্ষ টাকার।

Manual8 Ad Code

এরপর ওই প্রেমিক দম্পতির শুরু হয় লুকিয়ে জীবন। আবুল শাম্মীকে নিয়ে নিকট আত্মীয়দের বাসায় বসবাস শুরু করেন। কিছুদিন পর আবুলের নিকট আত্মীয়রা আবুলের বিয়ে করার বিষয়টি পরিবারকে জানায়। বিষয়টি জানতে পেরে আবুল শাম্মিকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। শুরু হয় উভয়ের মধ্যে দ্বন্দ্ব। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হওয়ার পর দুই থানার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শালিসের মাধ্যমে চলতি বছরের (১৮ মার্চ) শাম্মীকে মোগলাবাজারের প্রেমিক আবুলের কাছে (শ্বশুর) বাড়ীতে নেওয়া হয়। পরের কয়েকদিন শ্বশুর বাড়ীতে ভালই কাটে শাম্মির। কিছুদিন পর থেকে শুরু হয় যৌতুকের তিন লক্ষ টাকার জন্য নির্যাতন।

Manual3 Ad Code

নিহতের পরিবার আরো জানায়, শ্বশুরবাড়ীর লোকজন শাম্মিকে জানায় তুই’ত আসার সময় কিছুই আনিস নি। তোর বাবার কাছ থেকে তিন লক্ষ টাকা এনে দেয়। তা না হলে তর খুব খারাপ হবে। স্বামী ও তার বাবা, মা ও ভাইয়ের কথায় একমত হয়।

এদিকে চলতি মাসের ৯ এপ্রিল দুপুরে শাম্মী মোবাইল ফোনের মাধ্যমে তার বাবা আব্দুল আজিজ চুনু মিয়াকে জানায় আমার স্বামীর বাড়ীর লোকজন বলছে তোমার কাছ থেকে তিন লক্ষ টাকা এনে দেওয়ার জন্য। টাকার জন্য তারা আমাকে নির্যাতন শুরু করেছে।

সে সময় শাম্মীর বাবা চুনু মিয়া বলেন, ‘মাগো’ তুমি তাদের বল তোকে একটু সময় দিতে । তোর সুখের জন্য প্রয়োজন হয় ধার করজো করেও আমি টাকা এনে দেবো। মাগো তুই চিন্তা করিস না। আল্লাহ তোকে সাহায্য করবেন।

Manual7 Ad Code

পরে ৯ এপ্রিল রাত সাড়ে ৮টায় শ্বশুর বাড়ীর লোকজন শাম্মির বাবার মোবাইলে ফোন দিয়ে জানায় শাম্মি বিষ খেয়েছিল আমরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।

খবর পেয়ে শাম্মির বাবা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় (১১ এপ্রিল) বৃহস্পতিবার রাত ৮টায় শাম্মি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে শুক্রবার মোগলাবাজার থানা পুলিশের উপস্থিততে স্বামীর এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এ ব্যাপারে নিহত শাম্মীর বাবা আব্দুল আজিজ চুনু মিয়া বলেন, ‘আমার মেয়েটি ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিল। ভাসুর রাহিম উদ্দিন ঔষধ খাইয়ে নষ্ট করে দিয়েছে। ওই সময় আমার মেয়ে জানিয়েছিল আমার গর্ভের সন্তান ঔষধ খাইয়ে নষ্ট করার কারণে অনেক রক্তক্ষরণ হচ্ছে।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘তারা আমার মেয়েকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করেছে- আমি এর বিচার চাই।’

পরে ১৩ই এপ্রিল শারমিনের বাবা বাদী হয়ে স্বামীকে প্রধান ও পরিবারের সকলকে আসামি করে মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। পরে একইদিন এ মামলার ভাসুর রাহিম উদ্দিন (২৮),শ্বশুর আব্দুল লতিফ (৬০) ও শাশুড়ি মরিয়ম বেগম শিল্পী (৫০) কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..