সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯
আহমেদ শামীম : সিলেট নগরীতে সোমবার দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১১টায় নগরীর ঘাসিটুলায় মুকাম বাজার এলাকায় ড্রেনের গ্যাস লাইন থেকে আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এরপর দুপুর দেড়টার দিকে নগরীর উপশহর ডি-ব্লকের আইসিডিসি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা সিলেট ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে দুটি অগ্নিকান্ডের ঘটনাই বড় ধরণের কোন ক্ষতি হওয়ার পূর্বেই ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই দিনের নগরীর দু’স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরবাসী আগুন আতঙ্ক আছেন। ঢাকার মতো সিলেটেও বড় ধরণের ক্ষতি হওয়ায় আশঙ্কায় দিন কাটছে।
এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জিসু তালুকদার জানান, দু’স্থানে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরণের কোন ক্ষতি হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd