নগরীতে সাংবাদিকের স্ত্রীর হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

নগরীতে সাংবাদিকের স্ত্রীর হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে এক সাংবাদিকের স্ত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর তালতলা থেকে এসআই আকবর হোসেন ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ মোবাইলসহ চোরকে গ্রেপ্তার করেন।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃতের নাম রিয়াজ উদ্দিন (৩২)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি সিলেট সদর উপজেলায় বসবাস করছেন।

Manual6 Ad Code

তার বিরুদ্ধে চুরি-ছিনতাইয়ের আরও চারটি মামলা রয়েছে। এর আগেও দুইবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

জানা যায়, প্রায় দুই মাস আগে ১০ ফেব্রুয়ারি নগরীর মির্জাজাঙ্গাল থেকে দেশ টিভি সিলেট বিভাগের ব্যুরো প্রধান ও ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর স্ত্রীর ব্যাগ থেকে মাত্র ৪ দিন আগে ৬ ফেব্রুয়ারি কেনা ভিভো কোম্পানির নতুন মুঠোফোনটি হারিয়ে যায়। পরে ১১ ফেব্রুয়ারি থানায় এ সংক্রান্ত একটি জিডি থানায় করা হয়।

দীর্ঘ দুই মাস ধরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুঁইয়ার নেতৃত্বে মুঠোফোনটি ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে তালতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে মোবাইল চুরির কথা স্বীকার করেছে।

শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া চুরি যাওয়া মোবাইলটি সাংবাদিক বাপ্পা ঘোষ চৌধুরীর হাতে হস্তান্তর করেন।

Manual1 Ad Code

এ সময় তিনি চুরি যাওয়া মুঠোফোন উদ্ধারের জন্য সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া, এসআই আকবর হোসেন ভুঁইয়াকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিলেটের ব্যুরো প্রধান ও ইমজার সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবীর, দি ডেইলি স্টারের আলোকচিত্রী শেখ আশরাফুল আলম নাসির প্রমুখ।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..